এনজিনিউজ ডেস্ক- দিনাজপুরের নবাবগঞ্জে কর্মজীবনে জীবনযুদ্ধে জয়ী সফল নারী পারুল বেগম। নারীরাও নিজেদের ত্যাগ ও শ্রমের বিনিময়ে সাফল্যে পৌঁছাতে পারে এর বাস্তব দৃষ্টান্ত বর্তমান নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পারুল বেগম। উপজেলার ৪নং শালখুরিয়া ইউনিয়নের পঁচাকরঞ্জী গ্রামে কৃষক পরিবারে জন্ম পারুল বেগমের। পিতার সংসারে স্বচ্ছলতা তেমন ছিলনা। লেখাপড়া শেখাবে এমন উদ্দ্যেগও ছিলনা পিতার। লেখাপড়া আর শিক্ষা কঠোর নিষ্ঠাবান কর্মস্প্রেহা যে কাউকে উন্নত শিখরে উঠাতে পারে এ বিশ্বাস ছিল জীবনযুদ্ধে জয়ী পারুলের। লেখাপড়ার পাশাপাশি স্থানীয় কারিতাস বে-সরকারী সংস্থায় চাকুরীতেও যোগদান করেন সে। অধম্য এ জীবনে বাই সাইকেল তো দূরের কথা পারুল জানায় হেটে হেটেই অফিসের কাজ করতে হতো তাকে। আবার রাতের বেলায় গভীর রাত পর্যন্ত অধ্যবসায় করতে হতো পড়ার টেবিলে। তার এমন সাধনা কষ্ট দেখে গ্রামের কেউ কেউ এমনও বলেছিল আসলে পারুল কি অর্জন করতে চায়? এদিকে নারী নেতৃত্বের অঙ্গনে পিছিয়ে নেই এই নারী। ছোট থেকেই বঙ্গবন্ধুকে ভালবাসতো এবং তার পরিবারকেও। গ্রাম-পাড়া-মহল্লায় রাজনীতি করে অর্জন করেন পরিচিতি। এরপর নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। এখানেই থেমে যাননি তিনি। তার আচার-ব্যবহারে মুগ্ধ হয়ে উপজেলা পর্যায়ে জনভোট পেয়ে নির্বাচিত হন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। এরপর মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জয়িতা অন্বেষনে বাংলাদেশ এর উদ্দ্যেগে কর্ম ও চাকুরী জীবনে সফল নারী হিসেবে উপজেলা পর্যায় থেকে জয়িতা অর্জনে আনুষ্ঠানিকভাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় তাকে। এদিকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশেই উপজেলা সদরের বহুমূখী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ প্রতিবেদক পারুল বেগমের সাথে যোগাযোগ করা হলে সে জানায়- শিক্ষা অর্জন করে নারীরা কর্মজীবনে অনেক সাফল্যের দারগোড়ায় পৌঁছেছে। দিনাজপুরের পাশ্ববর্তী রংপুরেও মহিষি নারী বেগম রোকেয়া নারী হয়ে সারাবিশ্বে সাফল্যের বিস্তর ভূমিকা রেখেছে। তিনি মনে করেন এ সমাজের নারীরাও যেন শিক্ষা অর্জন করে নিজেদের পরিচয় দিতে পারে একজন দেশপ্রেমিক। এ বিষয়ে উপজেলার মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা জানান- তার অদম্য জীবনে নারী জীবনের অনেক সাফল্য রয়েছে। এছাড়াও উপজেলা নারী উন্নয়ন সমিতির গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। এভাবে চলতে পারলে আরও এগিয়ে যাবে এবং নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকশিত হবে।
নবাবগঞ্জে কর্মজীবনে সফল নারী পারুল বেগম
Older Postনবাবগঞ্জে ক্রিকেট খেলার উদ্বোধন
সততার সাথে নারী তথা নবাবগঞ্জের আরও উন্নয়ন প্রয়োজন। আপনার সামনের দিনগুলো সুখ সমৃদ্ধময় হোক এ কামনা করি।