নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ২ ইট ভাটায় অভিযান

Spread the love

নবাবগঞ্জ(সংবাদদাতা)-দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ২টি ড্রাম চিমনি ইট ভাটা স্কেবেটর মেশিনের সহায়তায় ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ভাটা ২টি ধ্বংস করেন। দিনাজপুর সামাজিক বন বিভাগের অধীনে চরকাই ফরেস্ট রেঞ্জ এর নবাবগঞ্জ সদর বিটের কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান- ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সোহেল রানা ও একই গ্রামের মো. রফিকুল ইসলাম হরিপুর বিটের সংরক্ষিত জমিতে চলতি বছওে সরকারী বিধি বিধান অমান্য করে ড্রাম চিমনির দুটি ভাটা স্থাপন করে। এলাকার কৃষকেরা অভিযোগ করে জানান, ড্রাম চালিত ওই ভাটা ২টির ধোঁয়ার কারণে কৃষি ফসলি জমি ও ফলের বাগান ক্ষতিগ্রস্থ হচ্ছিল।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।