এম.রুহুল আমিন প্রধানঃ ইট পোড়া আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনাজপুরের ১৩ টি থানায় গড়ে উঠেছে ব্যঙ্গের ছাতার মত ইট ভাটা। জেলার কৃষি ফসল উৎপাদনের ৩ ফসলি কৃষি জমি ভাটা নির্মান কাজে ব্যবহার করে টপ সয়েল (উর্বর মাটি) ও মূল্যবান কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করে ইট পুড়ে ফায়দা লুটছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। জেলার বিভিন্ন উপজেলায় সরেজমিন ঘুরে দেখা গেছে সংরক্ষিত বনের জমি, ঘন সবতি এলাকা, বিভিন্ন ফলদ বাগান সংলগ্ন এলজিইডি’র পাকা রাস্তার পার্শ্বে নতুন করে ইট ভাটা স্থাপনের নির্দেশনা না থাকলেও কোনভাবেই অবৈধ নির্মিত ইট ভাটার লাগাম টেনে ধরতে পারছে না প্রশাসন। কোন জমিতে ইট ভাটা নির্মান করা যাবে এ ধরনের নির্দেশনা থাকলেও এ আইন দেখবে কে? প্রথমেই ইট ভাটা স্থাপন করতে গেলে প্রয়োজন হয় জমির। কৃষি অধিদপ্তর থেকে গ্রহণ করা হয় জমির শ্রেনীর প্রত্যয়ন। যেখানে ভাটা স্থাপন করা হবে সেই জমিটি কোন ধরনের, পতিত না ফসলী। স্ব-উদ্দ্যেগেই ভাটা ব্যবসায়ীরা নির্মান করেন এ স্থাপনা। দুই মাস ধরে চলে কাঁচা ইট প্রস্তুতির কাজ। এরপর ভাটা তৈরি করে পোড়ানো হয় ইট। জেলার বেশিরভাগ ইট ভাটায় অনুমোদন, পরিবেশ অধিদপÍরের ছাড়পত্র না থাকলেও দেধারছে ইট পোড়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এলাকার কৃষকেরা অভিযোগ করে জানান- ধানের জেলা দিনাজপুরে এখন ইট ভাটা স্থাপনের প্রতিযোগীতা শুরু হয়েছে। ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশের মারাত্মক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফল বাগান ও কৃষি ফসল। কৃষকেরা আরও অভিযোগ করে জানায়- ভাটা মালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় হওয়ায় কারও বাধা মানেন না তারা। জেলার পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় রয়েছে অসংখ্য অবৈধ ইটভাটা। অভিযোগ রয়েছে বিরামপুর ও ঘোরাঘাট-হাকিমপুর পৌরসভা এলাকায় পরিবেশের আইন অমান্য করে স্থাপিত হয়েছে ইট ভাটা। নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান- নবাবগঞ্জে বনের জমি সংলগ্ন জমিতে গড়ে উঠছে ইট ভাটা। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মোঃ বজলুর রশীদ জানান- অবৈধভাবে নির্মিত ইট ভাটায় অভিযান অব্যহত রয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শ্রমিকদের জেল-জরিমানা সহ ভাটা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ ইট ভাটা বন্ধের জন্য সুশিল সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগীতা কামনা করছেন তিনি।
দিনাজপুরে টপ সয়েল ও কাঠ জ্বলছে ইট ভাটায় ॥ নিরব পরিবেশ অধিদপ্তর
Newer Postনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু
মন্তব্য করুন