এনজিনিউজ(স্টাফ রিপোটার) ভিক্ষা নয়, সহযোগীতা চাই, সম্মানের সাথে বাঁচবো তাই” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ভিক্ষুকদের ভিজিডি কর্মসুচীর আওতায় এনে ভিজিডি কার্ড প্রদান করে ভিক্ষুকদের পুর্নবাসনের মাধ্যমে ঐ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে। এ লক্ষ্যে গত সোমবার কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে কুশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় ইউনিয়নের চেয়াম্যান মোঃ সায়েম সবুজের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ বক্তব্য প্রদান করেন এবং ভিক্ষুক মুক্ত ঘোষনা কনে। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আফরিদা, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল করিম দুদু প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভিজিডি ভোগীদের হাতে কার্ড ও চাউল বিতরন করেন। ইউ,পি চেয়ারম্যান জানান- সরকারী সুযোগ সুবিধা ছাড়াও তার ইউনিয়নের ভিক্ষুকদেরকে পুর্নবাসনের জন্য প্রতি ভিক্ষুককে তার ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে প্রত্যেক ভিক্ষুককে মাসিক ২শ ৫০ টাকা প্রদান করা হবে।
মন্তব্য করুন