নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে । বঙ্গবন্ধু দেশ ও জাতীর কল্যাণকর কাজের প্রতিছব্বি। গোটা জীবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। গত শুক্রবার বৈকাল ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিবলী সাদিক উপরোক্ত কথাগুলো বলেছেন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ মোশারফ হোসেনের সভাপত্ত্বিতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ালীগের সহ সভাপতি মোঃ আমির হোনেস আমু , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিক, বিরামপুর উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম রাজু ,নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ,উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান আবু শাহাদাত মোঃ সায়েম , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ, যুবলীগ নেতা রানা প্রমুখ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন আওয়ামীলীগের নেতা কর্মীরা অত্যন্ত ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রাণ। দেশ ও জাতীকে রক্ষার্থে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি গোষ্ঠি নিজেদের ফায়দা লুটার জন্য হত্যা ,গুম সহ রাষ্ট্রোদ্রোহী কাজ করে দেশের উন্নয়ন বাধা গ্রস্থ করতে ব্যার্থ হয়েছে। আসুন দেশ গঠনে এগিয়ে আসি।
মন্তব্য করুন