নবাবগঞ্জে পুুলিশ কর্তৃক উদ্ধারকৃত গরু ফেরত পেলেন মালিকেরা

Spread the love

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে মোঃ আঃ মান্নান।। দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৪টি গরু মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। আদালতের আদেশে আইনী প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ভাবে গত বুধবার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ৪ টি গরু মালিকের হাতে তুলে দেন  বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস,এম মোঃ হাফিজুর রহমান। এ সময় নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) মো. আব্দুল হাকিম আজাদ, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই মো. নুরুজ্জমান, ৯নং কুশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সাজেদুর করিম দুদু , ইউ,পি সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গরু  মালিক মো. ইয়াছিন আলী গরু হাতে পেয়ে জানান- গরু পেয়ে আমি অনেক খুশি হইছি, বাহে কোন দিনও ভাবি নি, হারে যাওয়া গরু ঘুরি পামো। হামরা মিছাই পুলিশের বদনাম করি।  আজ হামরা বুঝনো পুলিশ আসলেই জনগণের বন্ধু। আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস,আই মো. নুরুজ্জামান জানান- গত ২৪(মার্চ) রাতে লালঘাট গ্রামের ছলিমুদ্দিন এর বাড়ি থেকে ১টি গরু চুরি হয়। চুরি যাওয়ার গরুটি উদ্ধারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৫ মার্চ পার্বতীপুর থানার দক্ষিন মধ্যপাড়া গ্রামের আলাউদ্দিন এর বাড়ি থেকে ৮টি গরু ও নবাবগঞ্জ থানার লালঘাট গ্রামের বাবুর বাড়ি থেকে ২ টি মোট ১০টি চুরি যাওয়া গরু উদ্ধার সহ দুই চোর কে আটক করা হয়। পরে ঐ মামলায় পুলিশ আরও ২ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করে। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এর কাছে জানতে চাইলে তিনি বলেন- সাধারন মানুষের জান মাল রক্ষা করায় পুলিশের প্রধান দায়িত্ব।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।