নবাবগঞ্জে প্রধান শিক্ষককে উপর সন্ত্রাসী হালমার প্রতিবাদে মানবন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জের গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোনায়েম হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে শিক্ষকেরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ২টায় থেকে ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ গোলাম রব্বানী, সহকারী প্রাথমিকি বিদ্যালয় শিক্ষক সমিতির নবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ আজহারুল ইসলাম বাবলু। অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক মোঃ মতিনুর রহমান, মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক আনারুল ইসলাম নবাব প্রমুখ ।

বক্তারা এ সময় প্রধান শিক্ষকের মারপিটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ম্যানেজিং কমিটি গঠন বিরোধের জের ধরে বিদ্যালয় চলাকালে বদিউজ্জামান ও তার অনুসারীরা গোলাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম হোসেনের ঘরে গিয়ে তাকে মারপিট জখম করে।  পরে ওই শিক্ষককে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনা ওই বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সদস্য মোঃ তছলিম উদ্দিন ১০জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে এবং এ পর্যন্ত কেই গ্রেফপ্তার হয়নি বলে শিক্ষক সমিতির নেতারা জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।