নিজস্ব প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন ও বিশ্বব্যাংকের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(১৭ এপ্রিল) সকালে উপজেলা হলরুমে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারী বিভিন্ন দপ্তর ও জন সাধারণ অংশ গ্রহন করে। গনশুনাতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ আঃ আজিজ ভুইয়া, দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আঃ করিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ. দবিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. আল আলিমুল রাজি প্রমুখ বক্তব্য রাখেন। শুনানি শেষে উপস্থিত সকলেই হাত তুলে নবাবগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার করে। শুনানির পুর্বে প্রধান অতিথির অংশ গ্রহনের দুর্নীতি বিরোধী র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন