নবাবগঞ্জে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা

Spread the love

 

নিজস্ব প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে পাঠ্যভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৩ এপ্রিল)সকালে নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক দিলীপকুমার সাহার সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  দীপক কুমার বনিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সেকায়েব প্রকল্পের কো-অটিনেটর মোঃ আবু রাশেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অপর দিকে দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঐ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগমের সভাপতিত্বে একই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ। আলোচনা সভা শেষে সেকায়েব প্রকল্পের আয়োজিত পাটাভ্যাস প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।