পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে বিদেশী ফল ড্রাগন বানিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামের কৃষি ফসলী মাঠে কৃষক দেলোয়ার হোসেন তার নিজস্ব জমিতে ৫ বছর ধরে পুষ্টিকর বিদেশী ফল ড্রাগন চাষ করে বাড়তি উপার্জন করছে। বর্তমানে তার ড্রাগন ফলের জমিতেই সাথী ফসল হিসেবে গম চাষ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান- ফলটি অত্যন্ত পুষ্টিকর। কৃষি অধিদপ্তরের সার্বিক পরামর্শ নিয়েই কৃষক দেলোয়ার সফলভাবে ড্রাগন ফল চাষ করেছে। কৃষক দেলোয়ার জানান- ৪০০ টাকা কেজি দরে ড্রাগন ফল বানিজ্যিকভাবে রংপুরে বিক্রি করে থাকেন। ওই ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফাত্তাউজ্জামান জানান- দেলোয়ারের দেখে অন্যান্য কৃষকেরা ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছে। দোমাইল গ্রামের কৃষক হেলাল মিয়া জানান- আমরা বই পুস্তকে ড্রাগন ফল পুষ্টিকর পড়েছিলাম। এখন দাউদপুরেই এ ফলের চাষ হচ্ছে। আরো এ ফলকে চাষে সমৃদ্ধি করতে কৃষি বিভাগ যেন প্রণোদনার মাধ্যমে উৎসাহ দেয়।
মন্তব্য করুন