পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ২০১৭-২০১৮ চক্রের ভিজিডি কর্মসূচীর উপকারভোগী ২৩শ ৪৮ জন নারীর মাঝে ১ কোটি ৩৪ হাজার ৫৭৭ টাকা ফেরৎ পেল (মুনাফাসহ)। সোমবার বিকেলে ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ভিজিডি উপকারভোগীদের মাঝে তুলে দেন ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল, উপজেলা মহিলা আ’মীলীগের সা:সম্পাদক পারুল বেগম, মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার মঞ্জুরুজ্জামান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান প্রমুখ। মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আসমাউল হুসনা জানান- ভিজিডি পাবার পর মেয়াদ উত্তীর্ণ শেষে তাদের সঞ্চয়ী টাকা (মুনাফাসহ) ফেরৎ দেয়া হলো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান জানান- অতি কষ্টে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরৎ দেয়া হলে তারা এ অর্থ পরিবারে যেকোন কাজে ব্যবহার করতে পারবে। আর ভবিষ্যৎ জীবনে সঞ্চয়ী হয়ে জীবন গড়ার পাবে বাস্তবমূখী শিক্ষা। উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে সঞ্চয়ের টাকা ফেরৎ দেয়া হয়েছে বলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে।
নবাবগঞ্জে সঞ্চয়ের টাকা ফেরৎ পেল ভিজিডি উপকারভোগী নারীরা ।
Older Postনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিতন ।
মন্তব্য করুন