আগামী ৩এপ্রিল পালিত হবে পবিত্র শবে-মেরাজ ।

Spread the love

এনজি নিউজ > বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় বাংলাদশেরে আকাশে রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৮ র্মাচ জমাদিউস সানী মাস ৩০ দিন র্পূণ হবে, আগামী ২৬ রজব ৩ এপ্রিল রোজ বুধবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে ।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ র্বষরে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন । তিনি আল্লাহতায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজরে হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যার্বতন করেন । মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মেরাজ’। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ট ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।