নবাবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মোটরসাইকেল প্রতিকে হাড্ডাহাডি লড়াই ।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ মাহাবুবুর রহমান ,
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মোঃ আতাউর রহমানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র মোঃ হাফিজুর রহমানের মোটরসাইকেল প্রতিকে। আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের প্রতিক সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে উপজেলা এলাকা। এছাড়াও প্রার্থীরা নিজ নিজ সমর্থন আদায়ের জন্য গণসংযোগ করে বেড়াচ্ছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছে আওয়ামী লীগই। এবারের নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন রয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে আতাউর রহমান (নৌকা), হাফিজুর রহমান (মোটরসাইকেল), নিজামুল হাসান (আনারস), ও বিকল্প ধারার শাহ আলম (কুলা)। ভাইস চেয়ারম্যান পদে মোশারফ হোসেন (তালা) ও আব্দুর রাজ্জাক (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম (হাঁস), শেফালী বেগম (প্রজাপতি), লিপি বেগম (কলস), শাবানা বেগম (ফুটবল), রাজেয়া বেগম (তীর ধনুক) ও পারুল বেগম (বৈদ্যুতিক পাখা) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ৯টি ইউনিয়নের ৫৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক জানান। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান সাংবাদিকদের জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, ৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ন হিসাবে ২৫টি এবং অধিক ঝুকিপূর্ন হিসাবে ১৩টি ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। উপজেলা এলাকায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৭২ হাজার ১০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ২০৯ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৮৯১ জন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।