নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে> মোঃহাফিজুর রহমান (মিলন ) ও মাহাবুবুর রহমান ,
সারাদেশের ন্যায় র‌্যালি আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় একটি র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারি শিক্ষা কর্মকর্তা শরীফ হোসেন, অহিদুজ্জামান, ওয়াকিল উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরন করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এছাড়াও উপজেলার দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল (ডিগ্রি ) মাদ্রাসা, নারায়নপুর দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ওজাতীয় শিশু দিবস পালিত হয় ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।