পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টায় থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মশিউর রহমান রাত্রী ৯ টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফল জানানো হয়- উপজেলা আ’লীগের সা:সম্পাদক মোঃ আতাউর রহমান নৌকা প্রতিকে ৪৭ হাজার ১৯৪ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকট তম স্বতন্ত্র প্রতিদ্বন্দী মোঃ হাফিজুর রহমান মোটরসাইকেল প্রতিকে ১৮হাজার ৪৫ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সা:সম্পাদক মোঃ আঃ রাজ্জাক টিউবয়েল প্রতিকে ৪৯ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আ’লীগের সহ:সভাপতি মোঃ মোশারফ হোসেন তালা প্রতীকে ২৭ হাজার ১৫০ ভোট পেয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগের সা:সম্পাদক মোছাঃ পারুল বেগম বৈদুত্যিক পাখা প্রতীকে ১৭ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী শাবানা বেগম ফুটবল প্রতীকে ১৭ হাজার ৫৩ ভোট পেয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক।
মন্তব্য করুন