ঘোড়াঘাট সদর ইউনিয়নে ব্যাপক অনিয়মে ভিজিডির কার্ড বিতরনের অভিযোগ I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সদর ইউনিয়নের দুস্থ্যদের জন্য সহায়তা ভিজিডি কার্ডের তালিকা তৈরীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। দুস্থ্য নারীদের পরিবর্তে অনেক স্বচ্ছল পরিবারের নারী ও পৌর এলাকার বাসিন্দাদের ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে এ তালিকা অন্তর্ভূক্ত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে জানা যায় গত ডিসেম্বরে ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নের ২০১৮-১০১৯ অর্থ বছরের জন্য ২৩৩৭ টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। একজন কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে ২৪ মাস চাল পাবে। ভিজিডি কার্ডের নির্দেশনা বলীতে বলা হয়েছে তালিকায় ১ম অগ্রাধিকার পাবেন স্বামী হারা দুস্থ্য নারী, ২য় অগ্রাধিকার পাবেন পরিবারের প্রধান নারী, যার অন্য কোন আয়ের উৎস নেই, ৩য় অগ্রাধিকার পাবেন ১৫ শতকের কম জমির মালিক, ৪র্থ অগ্রাধিকার পাবেন বসত বাড়ির অবস্থান খারাপ বা দিন মজুর করে জীবিকা নির্বাহ করে এমন পরিবাররা। কোন অবস্থাতেই স্বচ্ছল পাকা বাড়ির মালিকের স্ত্রীর নাম অন্তর্ভূক্ত করা যাবেনা। ঘোড়াঘাট সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি রুহুল আমিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন। যাতে বলা হয়েছে ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম একক সিদ্ধান্ত গ্রহণ করে অর্থের বিনিময়ে ও ইউপি সদস্যের পরামর্শ ছাড়া এই তালিকা প্রস্তুত করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট থেকে তালিকা অনুমোদন করে নিয়েছেন। যাতে পৌরসভার ভোটার কার্ড নকল করে, একই ব্যক্তি একাধিক স্থান দেখিয়ে, ২০১৫-২০১৬ অর্থ বছরের সুবিধা ভোগিদের অর্থের বিনিময়ে পুনরায় ভিজিডি কার্ডের অন্তর্ভূক্তিকরণ, ইউপি সদস্যকে পিতা বানিয়ে, পিতার নাম পরিবর্তন করে ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এ তালিকা তৈরি করা হয়েছে। ইউপি সদস্য রুহুল আমিনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা গত সোমবার চাল ও কার্ড বিতরন কালে অভিযোগের সূত্র ধরে প্রদত্ত তালিকা অনুযায়ী ৬ ও ৭ নং ওয়ার্ডের প্রায় ৩০ টি কার্ড নিজ হেফাজতে যাচাই বাছাই করার জন্য নিয়েছেন। ভিজিডি তালিকার অভিযুক্ত ক্রমিক নম্বর গুলো ২৫০, ২৫১, ২৫২, ২৫৩, ২৫৫, ২৫৬, ২৫৭, ২৫৮, ২৬০, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫, ২৬৭, ২৬৮, ২৬৯, ২৭০, ২৭১, ২৭৩, ২৭৭, ২৭৮, ২৭৯, ২৭৬, ২৩৫, ২৩৪, ২২৪, ২৬৬, ২২৫, ২৩৩, ২৩২। এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।