নবাবগঞ্জে জাতীয় উদ্যানে পর্যটন পিপাসুদের আকর্ষণে কাঠের সেতু নির্মানের উদ্যোগ গ্রহন I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে ঘোষিত জাতীয় উদ্যানে আশুড়ার বিলে পর্যটন পিপাসুদের আকর্ষনের জন্য কাঠের সেতু নির্মানের উদ্যোগ গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। সোমবারে আশুড়ার বিলে গিয়ে কাঠের সেতু নির্মানের ভিত্তি খুুঁটি স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম, প্রথম আলো বিরামপুর প্রতিনিধি এসএম আলমগির , মেসার্স তানিভর আহমেদের মালিক মোঃ মতিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য ইতিপুর্বে আশুড়ার বিলকে দৃষ্টিনন্দন ও ফুলের চারা রোপন করে শোভা বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন , শালবাগানে পাখির অভয় আশ্রমের জন্য গাছে গাছে মাটির হাড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এলাকাবাসী জানায় সারা বছরেই দেশের বিভিন্ন অঞ্চল থেকেই পর্যটন পিপাসুরা এ নান্দনিক উদ্যানে ও আশুড়ার বিলে এসে থাকেন। সম্প্রতি উপজেলা ব্যবসায়ী সমিতির বাৎসরিক মিলন মেলা ও বনভোজন ঘটা করে আশুড়ার বিলে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। তিনি বলেছেন জাতীয় উদ্যানের উন্নয়নমুলক কার্যক্রম চালু করার জন্য তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।