ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী করতোয়া নদীর বুকে সবুজের সমারোহ। এই নদীর পলি মাটিতে এখন ধান চাষাবাদ করছেন কৃষক। আর এই ভাবে ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে এই নদীটি। করতোয়া নদীতে ১০-১৫ বছর আগে পানির প্রবাহতা ও প্রাণের স্পন্দন ছিল লক্ষনীয়। এই নদীর প্রবল শ্রোতের কারনে আতংঙ্কে উঠতো করতোয়া নদীর পাড়ের বাসিন্দাদের। করতোয়ার পাড়ের সেলিম রেজা, জয়নাল আবেদিন, শামীম, রফিকুল সহ অনেকেই জানান একসময় এই করতোয়া নদী আমাদের ঘরবাড়ি আবাদী জমি সহ সব কিছু হারিয়ে গিলে নিয়েছে। সেই করতোয়া এখন শুকিয়ে যাচ্ছে। ভরাট হয়ে যাওয়া ২০১৭ সালে স্বরন কালের বন্যার মুখে পড়তে হয়েছে। করতোয়া আগ্রাসি রুপ দেখেছে অনেকেই। বেশ কয়েক বছর ধরে করতোয়ার বুকে ইরি- বোরো চাষাবাদ ভালই হচ্ছে। তারা আশা করেন এবছও ফলন ভাল হবে। ইরি, বোরো সবুজ ফসলে ভরে গেছে করতোয়ার বুক। এ যেন সবুজের সমারোহ। অন্যদিকে করতোয়ার বুকে কিছু কিছু স্থানে চর জেগে নদী ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে উপজেলার বিভিন্ন অঞ্চল প্ল্যাবিত হয়। ফলে স্বচ্ছ ও বিশুদ্ধ পানির অভাবে এলাকায় দেখা দেয় পানিবাহিত রোগ সেই সাথে প্রাকৃতিক দূর্যোগ লেগেই থাকে। ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা একলাস হোসেন সরকার জানান, এই উপজেলায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্র ৯ হাজার ৭৯০ হেক্টর। চাষাবাদ হয়েছে ১০ হাজার ৩০ হেক্টর। এছাড়াও নদীর অববাহিকায় কৃষকেরা প্রায় ৪০ হেক্টর জমিতে চাষাবাদ করেছেন। তবে এটি আমাদের কৃষি অফিসের আবাদী জমির হিসাবে অন্তরভূক্ত নয়।
মন্তব্য করুন