নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকে মোঃ মাহাবুবুর রহমান ,
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী ভুমিহীন নারীদের আত্মকর্মসংস্থান ও জীবন যাত্রার মান উন্নয়নে দেশি প্রজাতির ছাগল ও দেশিয় জাতের মুরগির বিতরণ করা হয়েছে। বে সরকারি সংস্থা ব্রাক আইডিপি আদিবাসী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সংস্থার কার্যালয়ে ৭৫ জন নারীর মাঝে ৩টি ছাগল ৫টি মুরগি ঔষধ বাবদ অর্থ বিতরণ করেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাসিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওই প্রকল্পের দিনাজপুর জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সহ- সভাপতি সঞ্জয় রায়, ব্রাকের মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। জেলা ব্যবস্থাপক জানান, আদিবাসী ভুমিহীন নারীদের আত্মকর্মসংস্থান ও উন্নত মানের জীবন মান উন্নয়নে ব্রাক আইডিপির অর্থায়নে ছাগল ও মুরগি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৭৫ জন নারী ওই প্রকল্পের মাধ্যমে এ সহায়তা পাবে।
মন্তব্য করুন