নবাবগঞ্জে ধানের জমিতে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে উন্নত মানের আম I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকে মোঃ মাহাবুবুর রহমান ,
দিনাজপুরের নবাবগঞ্জে ধানের জমিতে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে উন্নত মানের আম। উপজেলার ৯টি ইউনিয়নে বোরো ধানের দিগন্ত মাঠে ধানের সাথে বাতাসে দোল খাচ্ছে সুসাদু উন্নত মানের আম গাছ। এলাকার কৃষকেরা কৃষি অধিদপ্তরের পরামর্শ আর প্রশিক্ষন নিয়ে মাঠে নেমে পড়েছে দুই ফসলি কৃষি ফসল উৎপাদনে। উপজেলার ধানের সাথে আম উৎপাদনের উর্বর এলাকা ৮নং মাহমুদপুর ইউনিয়ন, গোলাপগঞ্জ, দাউদপুর, কুশদহ , জয়পুর ইউনিয়নে মাঠের পর মাঠ দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে ধানের সাথে আম চাষের দৃশ্য। মাহমুদপুর ফল সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ জিল্লুর রহমান জানান , দিন যতই যাচ্ছে কৃষকেরা প্রযুক্তি বিদ্যা নিয়ে ফল উৎপাদনে এগিয়ে যাচ্ছে। উপজেলার ৩নং গোলাগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আম চাষী রফিকুল ইসলাম জানান, আম বাগানের সাথে ধান সবজি ভেড়া পালন লাভ জনক। এখন ধান গমের জমিতে সাথী ফসল হিসেবে আম চাষ করে অনেকেই আর্থিক ভাবে লাভবান হচ্ছে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান কৃষি ফসল অধিক উৎপাদনে কৃষকদের তারা সব সময় সাথী ফসলের আবাদে উদ্বুদ্ধ করে থাকেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।