নবাবগঞ্জে আশুড়ার বিলে শেখ ফজিলাতুন্নেছা আঁকাবাঁকা কাঠের সেতুর উদ্বোধন I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে নবাবগঞ্জ সংবাদদাতা ,
শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যান ঘেষা আশুড়ার বিলে শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতুর উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহামুদুল আলম দিনাজপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আব্দুর রহমান, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, প্রথম আলো বিরামপুর প্রতিনিধি এস এম আলমগীর উপজেলা কেন্দ্রীয় বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মাহাবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান আসমান জামিল, ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবুহেনা মোস্তফা কামাল (সবুজ), দেওগাঁ ইমাম বখশ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইকরামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন , উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও এনজি নিউজের প্রতিনিধি মোঃ মাহাবুর রহমান, দৈনিক বাংলাদেশ নবাবগঞ্জ প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার, মেসার্স তানভির আহমেদের সত্তাধিকারী মোঃ মতিবুর রহমান, এলাকার গন্যমান্য রাজনৈতিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ । উত্তর জনপদের পর্যটকদের আকর্ষন সৃষ্টি করবে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলের নির্মানাধীন আঁকাবাঁকা কাঠের সেতু। খোঁজ নিয়ে জানা গেছে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান উপজেলার যোগদান করার পর থেকেই দেশের ঐতিহ্যবাহি জাতীয় উদ্যান ঘেষা আশুড়ার বিল রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর মনমাতানো নান্দনিক এই বিলটির বর্ষা মৌসুমে দেশি প্রজাতির মাছ, হারিয়ে যাওয়া জাতীয় শাপলা ফুলের বিস্তর সব মিলেই পর্যটকেরা এখানে আসলে বারবার আসতে চাবে। বিলটির গুরুত্ব তুলে ধরতে নির্বাহী অফিসার নেন একের পর এক উদ্যোগ। শাপলা ফুলের বংশ বিস্তারে ফুলের চারা রোপন আশুড়ার বিলের ধারে বিভিন্ন প্রজাতির ফুলের চারা লাগানো , জাতীয় উদ্যানের শাল গাছে পাখির অভয়াশ্রমের জন্য মাটির হাড়ি ঝুলিয়ে পাখির আবাসস্থানের ব্যবস্থা করণ সহ আধুনিকায়নে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। পর্যটকদের আকর্ষনে কাঠের আঁকাবাঁকা সেতুটি নির্মান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারে মুগ্ধ হয়েছে দেশের পর্যটকরা। পর্যটকরা এখানে আসতে পারবে। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের পক্ষ থেকে উন্নতমানের ল্যাট্নি , বিশুদ্ধ পানির ব্যবস্থা , সহ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।