ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পূর্ব শত্রুতার জের ধরে পারিবারিক কবর স্থানে থাকা বাঁশ ঝাড়ের গজানো চারা ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মহিলা সহ ৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার চকজয়রাম পুর গ্রামে। থানার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বাদী রহুল আমিনের পারিবারিক কবরস্থানে বাঁশ ঝাড়ে নতুন চারা ভেঙ্গে ফেলে একই গ্রামের শাহাদুল। এই ঘটনায় বাদীর চাচা আব্দুল হাই বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদী সাহাদুল, সাহাজান ও কোরবান আলী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র ও লোহার রড় দিয়ে আব্দুল হাইকে এলোপাতাড়ী মারপিট করে। আব্দুল হাই এর চিৎকারে ঘটনা স্থানে বাদী রুহুল আমিনের মা মোছাঃ পারুল, বোন হালিমা, স্ত্রী শাপলা রক্ষা করতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র দ্বারা তাদেরকে মারপিট করে। এসময় হালিমার গলায় থাকা ১০ আনা ওজনের সোনার রশুন কুশি মালা যার মূল্য ৩০ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার পুনরায় বাদী রহুল আমিনের বাবা আব্দুল ওয়াদুদ জমি বন্ধক রেখে চিকিৎসার টাকা সংগ্রহ করে বাড়ী ফেরার পথে বিবাদী শাহাজাহান লোহার রড় দ্বারা আঘাত করে। আহত ওয়াদুদ এর কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষ শাহাজাহান। আহতরা বর্তমানে ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রুহুল আমিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এজাহার দাখিল করেছেন।
মন্তব্য করুন