পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহায়তায় সকাল ১১ টায় ছেলে ধরা গুজব প্রতিরোধ এবং ডেংগু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা সহ মা সমাবেশ হয়েছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের সভাপতি মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্তে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদশর্ক (তদন্ত) মোঃ সামসুল আলম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক , সহকারি শিক্ষা কর্মকর্তা জাকিয়া সুলতানা প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বলেছেন ছেলে ধরা গুজব যারা ছড়াচ্চে তাদের মিথ্যা গুজবে কান দেবেন না। ডেংগু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা থাকার জন্য সকলকে আহবান জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান সরকারি নিদের্শনা পাওয়ার পর তিনি সরকারি সকল শিক্ষা প্রতিষ্টানে প্রধানদের বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে জন সচেতনতা সৃষ্টির জন্য সভা করার নিদের্শ দিয়েছেন। কাঞ্চনডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ , পতœীচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বুলু তারা জানান প্রতিটি বিদ্যালয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ করে সচেতনতা মুলক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সচেতনতা মুলক আলোচনা সভা ও মসজিদ ও ধর্মীয় প্রতিষ্টানে প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার।
মন্তব্য করুন