ঘোড়াঘাট পৌরসভার সেবা প্রদান স্থগিত দূর্ভোগে পৌরবাসী I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ

সরকারের রাষ্ট্রীয় কোষাগর থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি হিসেবে দেশের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ রাজধানীর ঢাকায় জাতীয় প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় গত ১৪ জুলাই থেকে কোন কর্মকর্তা এবং কর্মচারীর উপস্থিতি নেই ও পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখেছে তারা।
পৌরসভায় সরেজমিনে গিয়ে দেখা য়ায়, পৌরসভার প্রধান গেইট তালাবদ্ধ, সেবা গ্রহীতাদের ছাড়া কোন কর্মকর্তাদের দেখা মেলেনি। হঠাৎ বৃষ্টি হওয়ায় পৌর এলাকার বিভিন্ন রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা ময়লা জমে বন্ধ হয়ে রাস্তায় বৃষ্টির পানির জন্য মানুষের চলাচলে বিঘœ ঘটেছে। ঘোড়াঘাট পৌরসভার হিসাব রক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি মোঃ শাহাদত হোসেন জানান, সরকারের সাথে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর দাবি দাওয়া না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তিনি আরোও জানান, ঘোড়াঘাট পৌরসভার মেয়র এবং সকল কাউন্সিলরগণ তাদের এ আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করেছেন। পৌরসভায় সেবা নিতে আসা মাইকেল টুডু জানান, তিনি পৌরসভায় জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছেন, কিন্তু পৌরসভার কার্যক্রম বন্ধ থাকায় তিনি আর সনদ নিতে পারেনি। পৌর সভার মেয়র আব্দুস সাত্তার মিলন জানান, পৌর সভার সকল কার্যক্রম বন্ধ থাকায় পৌরবাসী পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।