পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী জলবায়ু পরির্বতন মোকাবিলায় কৃষিতে বায়োচার প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে সিসিডিবি’র বায়োচার প্রকল্প এর আয়োজনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিসিডিবি’র এরিয়া ম্যানেজার কৃষিবিদ পার্থ প্রতিম সেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান। উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল বেগম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রহুল আমিন,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। সিসিডিবি’র কেন্দ্রীয় সমন্বয়কারী সমীরন বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে বেশ কিছু বায়োচার ব্যবহারকরী বাস্তব পরীক্ষার মাধ্যমে উপস্থিত অতিথিদের মাঝে উপস্থাপন করেন।
মন্তব্য করুন