বিরামপুরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ভাতা ও হুইল চেয়ার বিতরনে শিবলী সাদিক এমপি :

Spread the love


সৈয়দ হারুনুর রশীদের রিপোর্ট।

দিনাজপুর বিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান, প্রধানমন্ত্রীর অঙ্গিকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড এবং হুইলচেয়ার বিতরনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি।
বুধবার ৭ আগষ্ট সকাল ১০ বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু,পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে এক বিশাল র্যালী ও লিফলেট বিতরণ করা হয়।উপজেলা পরিষদের হলরুমে ১০৫৪ জনকে বয়স্ক ,২৪২ জনকে বিধবা ও ২৯১ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড এবং ৭ টি হুইলচেয়ার বিতরণ করেন মাননীয় এমপি শিবলী সাদিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ, শিক্ষক/শিক্ষিকা, ছাত্র ছাত্রী,ব্যবসায়ী,এনজিও সহ সামাজিক প্রতিষ্ঠাৃনের কর্মকর্তা ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।