নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে মোঃ মাহাবুবুর রহমান:
শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তরজাতিক আদিবাসী দিবস পালনে ভাষা চর্চা ও সংরক্ষনের দাবীতে আলোচনা সভা হয়েছে। মালারপাড়া ফুটবল খেলার মাঠে নবাবগঞ্জ সান্তাল স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি মেকাইল টুডু সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গুবোত এস বাসকি ,আদিবাসী লেখক ,গবেষক ও কলামিষ্ট ঢাকা। পাত্রাশ মুরমু চেয়ারম্যান বাংলাদেশ ব্যাস্টিম চার্চ সংঘ,রংপুর অঞ্চল,যতিন্দ্রনাথ মুরমু সভাপতি আদিবাসী নেটওয়ার্ক , সের্বাস্টিয়ান হেমরম লিগ্যাল প্রমোটর নর্দান ফাউন্ডেশন (এন ডিএফ) দিনাজপুর, যোনাস সরেন সমাজ সেবক ,এম রুহুল আমিন প্রধান সভাপতি উপজেলা প্রেসক্লাব, উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সালাম, রাজু হেমরম সমাজ সেবক , সুনীল তির্কী সমাজ সেবক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষনের দাবী জানান। এছাড়াও বেসরকারী সংস্থা নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) আন্তরজাতিক আদিবাসী দিবসের গুরুত্ব তুলে ধরে লিফলেট ছেপে প্রচার করেছেন।
মন্তব্য করুন