ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঘোড়াঘাটে ব্যস্ত সময় পার করছে কামাররা ।

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদ-উল-আযহাকে সামনে রেখে কামার পল্লীতে ব্যস্ত সময় পার করছে কামার শ্রমিকরা। এ্ উপজেলায় পৌরসভা সহ ৪টি ইউনিয়ন রয়েছে। উপজেলার রাণীগঞ্জ বাজার, বলগাড়ী, ওসমানপুর ও ডুগডুগীহাটে গড়ে উঠেছে কামার পল্লী। কুরবানির ঈদকে সামনে রেখে সেখানে লোহা আর হাতুরীর শব্দে এখন আকাশ বাতাস মুখরিত। এ পেশার মানুষ সারা বছর কম বেশী লোহার কাজ করলেও ঈদ-উল-আযহাকে সামনে রেখে বৃদ্ধি পায় তাদের কর্ম ব্যস্ততা। ভোর থেকে শুরু করে রাত অবধি চলছে তাদের রকমারী কর্ম যজ্ঞ। ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা থাকায় ছুরি, দা, বটি, চাকু ও চাপাতি তৈরীতে পরিবারের সদস্যদেরও কোন বিশ্রাম নেই। এলাকার ঘুরে দেখা গেছে, উপজেলার রাণীগঞ্জ কামার পল্লীতে এক হাতে হাওয়া টানছে অন্য হাত দিয়ে আগুনে দেয়া লোহা পিটাচ্ছে তালে তাল মিলিয়ে। আঘাত হানছে হাতুরী দিয়ে। নিপুন হাতে তৈরী করা হচ্ছে ছুটি, দা, বটি, চাকু ও চাপাতি। অন্য দিকে বাড়ির মহিলা সদস্যরা তৈরী করা লোহার জিনিস পত্র বিদ্যুৎ ধার চালিত মেশিনে ধার শান দিয়ে যাচ্ছে। আকর্ষনীয় করতে কেউ বা মেশিনে ও পাথর দিয়ে ঘুষে তা পরিস্কার ঝকঝকে করছে। এ এলাকার লোহার তৈরী ধারালো যন্ত্রপাতির চাহিদা রয়েছে ব্যাপক। ব্যবসায়ীরা কামারদের কাছ থেকে লোহার তৈরী যন্ত্রপাতি সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। কুরবানির ঈদে স্থানীয়দের পাশাপশি পাইকারদের কাছে চাহিদা বেড়ে যায় কয়েকগুন। ভোর থেকে গভীর রাত জেগে লোহার তৈরী ধারালো সরঞ্জাম তৈরীতে ব্যস্ত ঘোড়াঘাটের কামাররা।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।