সৈয়দ হারুনুর রশীদের রিপোর্ট।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শতভাগ আদিবাসী জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী,পঙ্গু ইত্যাদি ভাতা দেয়া হবে।শুক্রবার ৯ আগস্ট বিকেল ৪ টায় ঘোড়াঘাট আবিরের পাড়া মারিয়ামপুর স্কুল মাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস উৎযাপন উপলক্ষে আয়োজিত বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবলী সাদিক এমপি একথা বলেন। ঘোড়াঘাট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি ইন্দুমোহন মার্ডীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা,উত্তর বঙ্গ আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি শ্যামল মার্ডী,বীর মুক্তি যোদ্ধা জুয়েল মালো,ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস আলম,এডভোকেট বাবু রবিদাস প্রমুখগন।এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য/মুলসুর ছিল ”আদিবাসী ভাষা বর্ষ”।আদিবাসী নেতারা তাদের বক্তব্যে আদিবাসী জাতি গোষ্ঠীর জমিজমা, ভাষা মাদক,সহ যে সব আইনশৃংখলা বিষয়ে অধিকার বঞ্চিত হয়ে আসছে সে সব বিষয়ে অধিকার লাভের জন্য এলাকার এমপি শিবলী সাদিকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী করেন।এবিষয়ে একটি স্মারক লিপিও এমপির নিকট প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান বলেন যেহেতু আদিবাসীরা শতভাগ নৌকায় ভোট দিয়ে থাকেন সেহেতু আমি সব বিষয়ে মুসলমানদের চেয়ে আদিবাসীদের বেশি মুল্যায়ন করি। ওসি আমিরুল ইসলাম বলেন “বিয়ে, পুজা পার্বনে আদিবাসীরা নিজেদের তৈরী করস মাদক নিজের পান করলে আমরা কোন বাধা দেইনা।কিন্তু আদিবাসীরা মাদক তেরী করে আর মুসলমানদের নিকট যখন বিক্রি এবং উভয় জাতি একসাথে বসে সেবন করে তখন আমরা কাউকে ছাড়বোনা।এমপি আদিবাসীদের মন্দীরে জন্য এক লক্ষ টাকা প্রদান করেন। #
মন্তব্য করুন