নবাবগঞ্জে জন গুরুত্বপুর্ন স্থানে ট্রাফিক নিয়োগের দাবি I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) মোঃ মাহাবুবুর রহমান ,
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৪ টি জন গুরুত্বপুর্ণ স্থানে ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি উঠেছে। উপজেলার আফতাবগঞ্জ বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বে সরকারি পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীতে প্রতিদিনেই বিভিন্ন মাধ্যমে পর্যটকেরা এসে থাকেন। আফতাবগঞ্জ বাজারে তিন মাথায় ট্রাফিক পুলিশ না থাকায় প্রায় পদচারিরা যাতায়াতে সমস্যায় পড়ে যায়। প্রায়শই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃুত্যর কোলে ঢলে পড়ে অনেকেই । উপজেলা সদরে করতোয়া নদীতে দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের মাধ্যমে ৬ কোটি ২ লাখ টাকা বরাদ্দে সেতু নির্মান হয়েছে। এর কারনে সুদুর রংপুর হয়ে সহজে বাস ট্রাক মাইক্রো অটো চার্জার, রিস্কা ভ্যান, মোটর সাইকেল, বেপরোয়াভাবে ব্রিজ পার হয়ে নবাবগঞ্জ সদর হয়ে পুর্ব দিকে দাউদপুর হয়ে ভাদুরিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। পশ্চিমে বিরামপুর হয়ে বিভিন্ন সড়কে গাড়ি পারাপার হয়। মহিলা কলেজ মোড়ে রাস্তা হয়ে দলার দরগা হিলি হয়ে পাচ বিবি জয়পুরহাট যাতায়াত করে। ভাদুরিয়া বাজারে তিন মাথায় ট্রাফিক না থাকায় মহা সড়কে প্রায় দুর্ঘটনায় মৃত্যু বরন করে অনেক পদচারি। এলাকা বাসী জানায় জন গুরুত্ব পুর্ন রাস্তার মোড়ে এ পযন্ত ট্রাফিক না থাকায় যানযট সহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় না এলাকা বাসী। এ বিষয়ে ৮ নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ রহিম বাদশা জানান অচিরেই উপজেলা সদরে ট্রাফিক নিয়োগ দেয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে ২২ শে আগস্ট উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপিত হলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান ট্রাফিক নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানাবেন বলে এ প্রতিবেদককে জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।