নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ পারভেজ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছী সড়কের উপর ঝূঁকিপূর্ণ ব্রিজদিয়ে পারাপার হচ্ছে,প্রায় ৬ গ্রামের মানুষসহ পার্শবর্তী রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার শতশত মানুষ। ৫/৬ বৎসর যাবত ব্রিজের রেলিং না থাকলেও বর্তমানে ব্রিজের মাঝথেকে ঢালাই ধষে যাওয়ায় ঝুঁকিনিয়ে চলাচল করছে অত্র এলাকার শতশত শিক্ষার্থী,সাধারন মানুষ সহভ্যান, সাইকেল এবং মোটর সাইকেল।
এ ব্যাপারে সিরাজ নিতাই বাজারের ব্যবসায়ী মোঃ জহুরুলইসলাম বলেন, প্রায় ২৫বৎসর আগে নির্মিত হয় এই ব্রিজটি, বর্তমানে ১ মাস আগে ব্রিজের মাঝখান থেকে ঢালাই ধষে পড়েছে এর প্রায় ৫ বৎসর আগে রেলিং ভেঙ্গে পড়েছে।আমরা ঝুকি নিয়ে মালামাল ঐ ব্রিজের উপর দিয়ে আনতেছি। ব্রিজটি ভেঙ্গে যে কোন
সময় বড় ধরনের ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহেল আজিম সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জানতাম না তবে পি,আইওর সঙ্গে কথা বলে অতি জরুরি ব্রিজের কাজটি করাহবে।
মন্তব্য করুন