নবাবগঞ্জের সিরাজপাঁচগাছীতে ঝুঁকিপূর্ণ ব্রিজদিয়ে চলাচল করছে মানুষ সহ যানবাহন ।

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ পারভেজ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছী সড়কের উপর ঝূঁকিপূর্ণ ব্রিজদিয়ে পারাপার হচ্ছে,প্রায় ৬ গ্রামের মানুষসহ পার্শবর্তী রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার শতশত মানুষ। ৫/৬ বৎসর যাবত ব্রিজের রেলিং না থাকলেও বর্তমানে ব্রিজের মাঝথেকে ঢালাই ধষে যাওয়ায় ঝুঁকিনিয়ে চলাচল করছে অত্র এলাকার শতশত শিক্ষার্থী,সাধারন মানুষ সহভ্যান, সাইকেল এবং মোটর সাইকেল।
এ ব্যাপারে সিরাজ নিতাই বাজারের ব্যবসায়ী মোঃ জহুরুলইসলাম বলেন, প্রায় ২৫বৎসর আগে নির্মিত হয় এই ব্রিজটি, বর্তমানে ১ মাস আগে ব্রিজের মাঝখান থেকে ঢালাই ধষে পড়েছে এর প্রায় ৫ বৎসর আগে রেলিং ভেঙ্গে পড়েছে।আমরা ঝুকি নিয়ে মালামাল ঐ ব্রিজের উপর দিয়ে আনতেছি। ব্রিজটি ভেঙ্গে যে কোন
সময় বড় ধরনের ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহেল আজিম সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জানতাম না তবে পি,আইওর সঙ্গে কথা বলে অতি জরুরি ব্রিজের কাজটি করাহবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।