নবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত I

Spread the love


পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ল্যাম্ব চার্চ এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট এর সহযোগীতায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি,মহড়া,চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমান, ২নং বিনোদ নগর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ৩নং গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান- চলতি বছরে দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নে ২ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দে মোট ৮২ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ পেয়ে গৃহ নির্মাণ কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান জানান- ৩২ টি পরিবার বসবাসে খুঁজে পাবে নতুন ঠিকানা।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।