নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ ২ জনকে গ্রেফতার করেছে দুদক I

Spread the love


নবাবগঞ্জ(দিনাজপুর)সয়ৈদ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম ও অফিস সহকারী সমর কুমার দেব কে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তর থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও উপ সহকারী পরিচালক জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে ওই গ্রেফতার অভিযান পরিচালনা করেন। উপ সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম জানান গ্রেফতারকৃতরা সহ ৪ জনের বিরুদ্ধে সরকারী ৫ লাখ ১৪ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে তিনি বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুদক কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। এর পর দুপুরে অভিযান পরিচালনা করা হয়। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর ২ জনকে গ্রেফতারের তৎপরতা চলছে।উল্লেখ্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্র ক্রয়, ঔষধ ও সরঞ্জাম ক্রয়,পরিচ্ছন্নতার বরাদ্দের টাকা সহ নানা খাতের টাকা অনিয়ম ও ভ’য়া ভাউচার দাখিলের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছিল। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারী লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি অবগত হয়ে তা তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছিলেন। তদন্ত কমিটি বিষয়টি ২০ নভেম্বর তদন্ত করে গত ২৫ নভেম্বর দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুসের নিকট প্রতিবেদন দাখিল করেন। এরই মধ্যে গত ১ ডিসেম্বর দুদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখে যান। এরপর গতকাল অভিযান পরিচালনা করে ২ জন কে গ্রেফতার করেন।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।