নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকার কাঁচা পাকা সড়কে শতাধিক ট্রাক্টর বেপরোয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এসব ট্রাক্টরে করে কৃষি জমি থেকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। বহন করে নিয়ে যাচ্ছে বালু। আবার রাস্তার কাজে ব্যহারের মাটিও বহন করে নিয়ে যাওয়া হচ্ছে ওই সব ট্রাক্টরে করে। নম্বর বিহীন এসব ট্রাক্টরের চালকদের নাই কোন ড্রাইভিং লাইসেন্স। অপ্রাপ্ত বয়সের ছেলেরাও বেপরোয়া ভাবে গ্রামীন সড়কে ওই সব ট্রাক্টর চালায় যা দেখে মানুষ আতংকিত হয়ে পড়ে। দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে অন্যান্য যানবাহন চলাচল করছে সতর্কতার সাথে। এদের অবাধ চলাচলের কারনে গ্রামীন সড়কেরও ক্ষতি সাধন হচ্ছে। বিরামপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা বাজার থেকে টঙ্গি শ্যামপুর গ্রামীন পাকা সড়কে প্রায় ১৫ দিন ধরে একটি পুকুর খননের মাটি বহন করে নিয়ে যাচ্ছে ১৫/২০টি ট্রাক্টরে করে।ফলে ওই সড়কটিও ক্ষতির শিকার হচ্ছে। বিষয়টির প্রতি কর্তৃপক্ষের জরুরী নজর দেয়া সহ হস্তক্ষেপ প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করছেন। #
মন্তব্য করুন