নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
দিনাজপুরের নবাবগঞ্জ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন এর যোগদান ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান রহমান সহ উপজেলা কৃষি কর্মকর্তার আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বিকেল উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা নবযোগদান করা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন , বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: মশিউর রহমান , পার্শ্ববতী বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আল মামুন। উপজেলা বিদায়ী কৃষি কর্মকর্তা আবু রেজা মো: আসাদুজ্জামান , উপজেলা প্রকৌশলী মো: মুনসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাসিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাহাদত সায়েম সবুজ, এনামুল হক , সরোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শাফিকুল ইসলাম, কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল , মোগড়পাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম ,দেওগাঁ ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ ইকরামুল হক , ৮নং ইউপি চেয়ারম্যান তানভির আহম্মেদ রহিম বাদশা, রাশেদুল কবির রাজু, আসমান জামিল , সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জ এর কর্মকর্তা নিশিকান্ত মালাকার , মনোয়ার হোসেন, নিজউ ২৪ চ্যানেল এর বিরামপুর প্রতিনিধি প্রভাষক এস এম আলমগীর , উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , সহ সভাপতি সঞ্জয় রায়, সাধারন সম্পাদক মো: হাফিজুর রহমান মিলন ,সদস্য সাজেদুর রহমান সাগর, সদস্য ও এনজি নিউজের নবাবগঞ্জ প্রতিনিধি মো: মাহবুবুর রহমান, আশুরার বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্যবসায়ী নেতা মো: মাহবুব আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস তানভির আহম্মেদ এর স্বর্তাধীকারী মতিবুর রহমান,৮নং মাহমুদপুর ইউনিয়নের ভুমি উন্নয়ন কর্মকর্তা(তহশিলদার) মো: নুর আলম ।বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বলেছেন এ উপজেলায় যোগদান করে সর্বমহলে সহযোগীতা পেয়ে সরকারের উন্নয়ন মূলক কাজ করার সুযোগ পাওয়ায় উপজেলা বাসীকে জানাই অভিনন্দন। আমার কর্ম জীবনে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসের দায়িত্ব পালন করা অবস্থায় যে কাজটি করতে পেরেছি তা হল রেকর্ড রুম যেখানে জমি সংক্রান্ত অতীব প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষন করা যাবে। এছাড়াও উত্তর জনপদের পর্যটন অঙ্গনে সরকারের বিশাল সম্পদ জাতীয় উদ্যান ঘেষা আশুরার বিল। সেখানে আকাঁ বাঁকা কাঠের সেতু ,রাবার ক্রস ড্রাম , জাতীয় ফুল শাপলা সহ দেশী প্রজাতীর মাছ ও অতিথি পাখিদের কলতানে মুখরিত এক জনপদ আশুরার বিল । এর উন্নয়ন ধরে রাখা । এছাড়াও উপজেলা পরিষদে ইনডোর স্টোডিয়াম সহ উপজেলা পরিষদের সৌর্ন্দয বৃদ্ধিকরনে আপনারা আমার পরবর্তী নির্বাহী কর্মকর্তাকে সহায়তা করবেন। যা করতে পেরেছি তা সকলের অবদান যা পারিনি এর ব্যর্থতা আমার। এদিকে নব যোগদান করা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন বলেছেন আপনারা বিদায়ী নির্বাহী অফিসারকে সহায়তা করেছেন আমাকেও সহায়তা করবেন সকলের পরামর্শ নিয়ে একটি মডেল উপজেলা গড়ার অনুভুতি ব্যক্ত করেন।
মন্তব্য করুন