নবাবগঞ্জে নৈশ কোচ ডাকাতি মামলায় ৩জন গ্রেফতার সহ লুট হওয়া ২১টি মুঠোফোন উদ্ধার I

Spread the love


নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান:
গত রাতে দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়ক মতিহারা নামক স্থানে নৈশ কোচ ডাকাতি মামলায় পুলিশ ৩জন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এছাড়াও ডাকাতি ঘটনায় ২১টি মুঠোফোন লুট হয়ে যায় পরে ধৃত অভিযুক্তদের নিকট থেকে ৫টি মুঠোফোন উদ্ধার হয়েছে। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান গত ২৫ শে ডিসেম্বর রাতে রাজ পরিবহন ডাকাতির কবলে পড়ে। পরে ওই কোচের ড্রাইভার মো: রফিকুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা রুজু করে যার নং-২০,তারিখ: ২৬-১২-২০১৯খ্রি: । মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শামসুল আলম জানান, মোবাইল কল লিষ্ট আর সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে লুট হওয়া মুঠোফোন উদ্ধার করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এরা হল উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নে কড়াই বাড়ী সৈয়দপুর গ্রামের রুস্তম আলীর পুত্র মোতালেব (২৩) ,কবুলী পাড়া গ্রামের মুমিনের পুত্র সোহেল রানা(২০), একই গ্রামের শামসুল আলমের পুত্র সোহেল রানা(১৯)।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।