নবাবগঞ্জে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের অধীনে সুপারভাইজার ও শিক্ষক-শিক্ষিকাদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন I

Spread the love

পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি,
বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের অধীনে সুপারভাইজার ও শিক্ষক শিক্ষিকাদের ৫ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সেফ ফাউন্ডেশন’এর সহায়তায় উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার’এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সা:সম্পাদক মোঃ আতাউর রহমান। প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলার ওই প্রকল্পের সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক। বে-সরকারী সংস্থা সেফ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম জানান- এই প্রকল্পের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নে ১৮ হাজার নিরক্ষর নারী-পুরুষদেরকে স্বাক্ষরতার আওতায় আনা হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন- নিরক্ষর নারী-পুরুষদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন উদ্দ্যেগ বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম দুর্নীতি কোনভাবেই মেনে নেয়া হবে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন- সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।