নবাবগঞ্জে অশুড়ার বিলের বাঁধ ভাঙা নিয়ে উত্তেজনা I

Spread the love


নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যানের ভিতরে আশুড়ার বিলের ভাটির দিকে সরকারী ভাবে স্থাপন করা বাঁধ ভেঙে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকার শত শত নারী পূরুষ দলবদ্ধ হয়ে এসে ওই বাঁধের কিছু অংশ ভেঙে দেয়। তাদের দাবী দীর্ঘদিন ধরে তারা ওই বিলের ধারে জমি চাষাবাদ করে আসছিল। এমন কি কয়েক বছর তারা সরকারকে খাজনাও পরিশোধ করেছে। এখন আর তাদের নিকট খাজনা নেয়া হয়না। বাঁধের কারনে পানি জমে থাকায় তারা জমি চাষাবাদ করতে পারছে না। তাই তারা বাঁধ ভেঙে দিচ্ছে। আশুড়ার বিল সরকারের জায়গা। সরকারী জায়গা হিসাবে ওইসব উত্তেজিত জনতার বাঁধ ভাঙা ঠেকাতে সেখানে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন উপস্থিত হন। অপর দিকে বাঁধ ভাঙার কারনে বিলের বাঁধের ভাটির দিকে করতোয়া নদীর তীরে বপন করা শত শত কৃষকের বোরো বীজ পানিতে তলিয়ে গেছে। বীজ পানিতে তলিয়ে যাওয়ায় তাদের এবারে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে বলে উপজেলা   চেয়ারম্যানের  দাবী। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সব কৃষক ক্ষতি পুরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিবেন বলেও  জানা গেছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত(বিকাল ৫.৩০মিনিট) উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ভেঙে দেয়া বাঁধ বন্ধ করার কাজ চলছিল বলে ওসি অশোক কুমার চৌহান জানান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।