নবাবগঞ্জে নকলমুক্ত ও শান্তিপূর্ন ভাবে এস এসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত I

Spread the love

হাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ, দিনাজপুর সংবাদদাতা >
দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে ৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত হয়েছে। ৩রা ফেব্রুয়ারী নবাবগঞ্জ উপজেলায় ৬টি এসএসসি, ১টি দাখিল ও ১টি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন জানান- এ বছর উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩০৭৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। তার মধ্যে এসএসসি ২২৮৯ জন, ভোকেশনাল ১৮৯ জন ও দাখিল পরীক্ষায় ৫৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। ১ম দিনে এসএসসিতে ১০ জন, ভোকেশনালে ৫ জন ও দাখিল পরীক্ষায় ১৯জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তিনি জানান- পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের নির্দেশনায় উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা গ্রহন হয়েছে। ফলে অন্যান্য বারের তুলনায় এবারের পরীক্ষা অত্যন্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।