নবাবগঞ্জ-দলারদরগা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে I

Spread the love

নবাবগঞ্জ(দিনাজপুর) সৈয়দ হারুনুর রশিদ। দিনাজপুরের নবাবগঞ্জ-দলারদরগা সড়কের বিভিন্ন স্থানে উঁচু নিচু, ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে জন সাধারনকে যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শালখুরিয়া গ্রামের ভিতরে সড়ক ভেঙে পুকুরে যাচ্ছে। ওই গ্রামের ভিতরে সড়কের উপরে নির্মিত একটি ইউ ড্রেনে ভাঙন ধরেছে। এর উপর দিয়েই ইট,বালু ও মাটি ভর্তি করে ভারী যানবাহনগুলি চলাচল করছে। ফলে দূর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়াও ওই সড়কের অধিকাংশতেই দুধারে উঁচুনিচু ও গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার দক্ষিনাঞ্চলের মানুষের উপজেলা সদরে চলাচলের ব্যস্ততম একমাত্র সড়কটি যেন বেহাল দশায় পরিণত হয়েছে।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।