নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
নবাবগঞ্জে চেক ও সনদ বিতরণে ইউএনও নাজমুন নাহার প্রশিক্ষনের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে সফলতার সাথে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে নারীদের সেলাই প্রশিক্ষন শেষে চেক ও সনদ বিতরণ উপলক্ষে আলোচনা শেষে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের মাঝে চেক ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা:নাজমুন নাহার। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৬ষ্ঠ ও সপ্তম ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম । ট্রেইনার নিগার সুলতানা ও মোছা: ফারজানা সহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান । মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারি নব কুমার কর্মকার জানান এ পর্যন্ত উপজেলার ৩শ বেকার নারী এ প্রকল্পের আওতায় এসে প্রশিক্ষন নিয়ে কর্মসংস্থান সৃষ্ঠি করেছে।
মন্তব্য করুন