নবাবগঞ্জে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী প্রকল্পে ইউনিয়ন ভিত্তিক কর্মী নিয়োগ সম্পন্ন I

Spread the love

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশিদ। মাইকিং করে লটারীর মাধ্যমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-৩(আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের অধীন ইউনিয়ন ভিত্তিক রক্ষনাবেক্ষন নারী কর্মী নিয়োগ সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান জানান ওই প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে বিধি অনুসারে ১০ জন করে মোট ৯০ জন কর্মীর নাম তালিকা ভূক্ত করা হয়েছে। আরও ১০ জন করে কর্মীর নাম অপেক্ষমান তালিকা হিসাবে করে রাখা হয়েছে। এসব কর্মী নিয়োগের সময় প্রতিটি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার উপস্থিত ছিলেন। তিনি আরও জানান ৪ বছরের জন্য নিযুক্ত নারী কর্মীরা এল জি ই ডি,র আওতাধীন সড়ক রক্ষনাবেক্ষন করবেন।রক্ষনাবেক্ষন কাজের মধ্যে পাকা সড়কের সোল্ডার, সড়কের  , রেইনকাট মেরামত, সড়কের খাদ ভরাট প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত সহ ইত্যাদি কাজ অন্তর্ভূক্ত থাকেবে। কর্মীরা সপ্তাহে ৬ দিন কাজ করবে। প্রতিদিনের জন্য মজুরি পাবে ২৫০ টাকা করে যা থেকে সঞ্চয় হিসাবে ৮০ টাকা করে ব্যাংকে জমা হবে।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।