এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ তৃতীয় তলা ভবনের ভিত্তি প্রস্তরের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।এ উপলক্ষে মাঈশাতুল জান্নাহ বালিকা হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমান, সদস্য শহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, বেলাল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল আজিজ, আব্দুর রহিম, শফিউল ইসলাম প্রমূখ।মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন জানান, ২০১০ সালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে নারী শিক্ষার্থীদের মাঝে কোরআনের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাটি গঠিত হয়। দিনদিন শিক্ষা কার্যক্রম ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আবাসিক জায়গা সংকুলান না হওয়ায় নিজস্ব মাদ্রাসার নামীয় জমিতে তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের জন্য আজকে এ আয়োজন। উদ্ভোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সহায়তা করার আশ্বাস দেন।
মন্তব্য করুন