২১ এর কবিতা ”অমর ভাষা শহীদ”

Spread the love


লেখক: কবি ও সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ

মায়ের ভাষা মাতৃভাষা স্রষ্টার সেরা দান,
মাতৃভাষায় গেয়েছেন গায়ক সাধকেরা গান।
রবি নজরুল লালন বাংলায় চিরকাল অম্লান,তাদের কবিতা  গান সাহিত্যে ভাষা পেয়েছে প্রাণ।
মাতৃভাষা কাড়তে চেয়েছিল পাকিস্তান,ভাষা শহীদদের স্মরণে চলবেই একুশের গান।
উর্দূ হটিয়ে বাংলাকে রাষ্ট্রভাষায় দিতে প্রাণ, রফিক জববার সালাম বরকত দিল তাজা প্রাণ।
বাঙ্গালি বাংলাতে হও আগুয়ান, হিন্দী উর্দূ ছেড়ে বাংলায় গাও গজল-গান।
মায়ের ভাষায় দীন-দুনিয়ার শেখ
জ্ঞান, ইংরাজীতে মাস্টার্স জানেনা বাংলা ব্যাকরণ।
দোহায় মার্তৃভাষার করনা অপমান, প্রতিবছর একুশ আসে করতে স্মরণ,ভাষা শহীদদের কভু হবেনা মরণ,বীর বাঙ্গালী
চিরকাল তাদের করবে স্মরণ।।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।