ঘোড়ঘাট থেকে মোঃ শফিকুল ইসলাম ঃ
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একুশে ফেব্রুয়ারী, শুক্রবার রাত ১২ টা ১ মিনিট হতে ঘোড়াঘাটের ওসমানপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিটের নিরবতা পালন করে। তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মাহিলা ভাইস চেয়ারম্যান, রুশিনা সরেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদ্জ্জুামান ভুট্টু, ঘোড়াঘাট থানার আফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ, উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় । উপজেলা ও পৌর আওয়ামী লীগ, তাদের অঙ্গসংগঠন সমূহ, ঘোড়াঘাট সাহিত্য পরিষদ, প্রেস ক্লাব সহ অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ।
মন্তব্য করুন