নবাবগঞ্জ ভাদুরিয়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা উন্মুক্ত বাছাই সম্পন্ন :

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
বঙ্গবন্ধুর জম্ম শত বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগী উন্মুক্ত  বাছাই করা হয়েছে।বুধবার ২৬ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ৬ নং ভাদুরিরা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আসমান জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীর জন্য উন্মুক্ত বাছাই। বাছাই পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ভাতা ভুক্তির জন্য আগত ও জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন ” ভাতা ভুক্তির জন্য কেহ কার নিকট  টাকা-পয়সা বা কোন কিছু বিনিময় গ্রহন করলে কিংবা কেহ কাহাকেও টাকা-পয়সা বা কোন কিছু বিনিময় প্রদান করলে ভাতা ভুক্ত হলেও তা বাতিল করা সহ অবৈধ উপার্জন কারীর বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে”।উক্ত বাছাই পর্বে উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী
, কৃষি  সম্প্রসন কর্মকর্তা মল্লিকা সেহানবীশ , উপজেলা সহকারী প্রগ্রামার তাজরুল ইসলাম ,উপজেলা তথ্য কর্মকর্তা মাসুদা খাতুন মৌসুমী সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন । অগ্রাধীকার ভিত্তিতে এ ইউনিয়নে ৭৪ জন বয়স্ক, ৬৬ জন বিধবা ও ৯০ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভুক্তি করা হবে।আর যারা অপেক্ষমান তালিকায় থাকবে তাদেরকে পরবর্তীতে ভাতা ভুক্ত করা হবে বলে ইউপি চেয়ারম্যান  আসমান জামিল জানায়।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।