নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের ১শত বিঘা উঁচু জমিতে আধুনিক প্রযুক্তি আর বিদেশী ফল থাই পেয়ারা ড্রাগনের বাগান শিশুদের বিকাশে নিরাপদ উদ্দ্যানে পরিণত হতে পারে বলে জানিয়েছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্যা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজার রহমান ফিজার। গত বুধবার বাগান পরিদর্শন ও ফলের চারা রোপন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। বাগান মালিক সাবেক অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ জহিরুল ইসলাম নিজ অর্থায়নে ১নং জয়পুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা অর্থ ব্যয়ে পুষ্টিকর ফলের বাগান সৃজন করেছেন। সে বাগানেই পরিদর্শনে এসে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজার রহমান ফিজার আরও বলেন বাগান মালিক পুষ্টিকর ফলের বাগান করেছে। তার বাগান দেখতে এসে আমি মুগ্ধ হয়েছি। আমি নিজেও এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিক ফলের বাগান গড়ে তুলব। সংসদ সদস্য আরও বলেন কৃষকেরা এখন আধুনিক জ্ঞান আর প্রযুক্তি গ্রহণ করে কৃষি ফসল উৎপাদনে উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করছে। দুপুরে বাগান পরিদর্শন ও চারা রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন আ’লীগ নেতা ফজলুল হক (দুদু), আঃ রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা আঃ মান্নান, নবাবগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হোসনেয়ারা বেবী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান (মিলন), সীতারকোট আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক রাশেদ বিপ্লব প্রমুখ।
মন্তব্য করুন