নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
বঙ্গবন্ধুর জম্ম শত বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমে নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগী উন্মুক্ত বাছাই করা হয়েছে।বৃহসপতিবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সামনে ফুটবল মাঠে এ ভাতা ভুগীদের উন্মুক্ত বাছাই সম্পন্ন হয়েছে। ইউপি চেয়ারম্যান রহিম বাদশাহর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ওই ভাতা উন্মুক্ত বাছাইয়ের নেতৃত্ব প্রদান করেন।
। বাছাই পুর্বে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন” ভাতা ভুক্তির জন্য কেহ কার নিকট টাকা-পয়সা বা কোন কিছু বিনিময় গ্রহন করলে কিংবা কেহ কাহাকেও টাক-পয়সা বা কোন কিছু বিনিময় প্রদান করলে ভাতা ভুক্তির পরেও অভিযোগ প্রমান হলে সে কার্ড বাতিল করা সহ অবৈধ ভাবে গ্রহীতার বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে”। উপজেলা নির্বাহী অফিসারকে বাছাই কাজে সহযোগিতা করেন উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম , সহ সমাজ সেবা অফিসের কর্মচারীগন।
এছাড়াও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সহ সদস্য মহিলা সদস্যগন সার্বিক সহযোগিতা করেন।
” এ ইউনিয়নে ৭৯ জন বয়স্ক, ৬৫ জন বিধবা ও ৯০ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভুক্তি করা হবে, আর যারা অপেক্ষমান তালিকায় থাকবে তাদেরকে পরবর্তীতে ভাতা ভুক্ত করা হবে বলে ইউপি চেয়ারম্যান রহিম বাদশাহ জানায়।#
মন্তব্য করুন