নবাবগঞ্জে লাখো কন্ঠে উচ্চারিত হলো ৭ই মার্চের ভাষন I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকে এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে একসাথে লাখো শিক্ষার্থীর কন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন উচ্চারিত হয়েছে। ৭ই মার্চ শনিবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ভাষন পাঠ করে।উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বহুমুধখী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভাষন পরিবেশন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, শিক্ষক ও সুধীজন ও মিডিয়া কর্মী গন অংশ গ্রহন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান উপজেলার ১৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন পাঠ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসায় যথাযথ গুরুত্ব সহকারে ও এলাকার সুধিজন অভিভাবক দের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ভাষন উচ্চারিত হয়। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।